ফের বাঘের আতঙ্ক ফিরে এল লালগড়ে। শনিবার রাতে লালগড়ের বাঁধগোরা এলাকার দু’টি গরুকে রক্তাক্ত অবস্থায় দেখা যায়। তার পরেই বাঘের আতঙ্ক ছড়ায় এলাকায়।
ঘটনার সূত্রপাত শনিবার সকালে। এলাকার এক বাসিন্দা প্রতিদিনের মতোই তাঁর গরুগুলিকে ছেড়ে দেন। কিন্তু সন্ধ্যার পরে সব ক’টি গরু ফিরে এলেও একটি গরু ও একটি বাছুর বেপাত্তা ছিল। অনেক খোঁজাখুজির পরেও কোনও হদিশ মেলেনি। কিন্তু রাতের দিকে রক্তাক্ত অবস্থায় গরু ও বাছুরটি ফিরে আসে।
দেখা যায়, গরুটির সারা গায়ে আঁচড়ের দাগ। মাথার পিছনে কামড়ের দাগ রয়েছে। বাছুরটির পিছনের দিকে কামড়ের একটি বড় ক্ষতচিহ্ন রয়েছে। স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা বাঘের হানাতেই জখম হয়েছে গরুগুলি।
বন দফতরের অনুমান, ছোট কোনও প্রাণীর হামলায় গরুগুলি জখম হয়েছে। তবে আগের ঘটনা থেকে শিক্ষা নিয়ে সতর্ক হয়েছে বন দফতর। ইতিমধ্যে ঘটনাস্থলে তল্লাশি শুরু করেছেন বন দফতরের কর্মীরা।
প্রসঙ্গত, ৪ মাস আগেই লালগড়ে ঢুকে পড়েছিল একটি রয়্যাল বেঙ্গল টাইগার। পরে নিথর অবস্থায় উদ্ধার হয় ওই বাঘটির ক্ষতবিক্ষত দেহ। বাঘটিকে কারা হত্যা করল সেই রহস্যের জট এখনও কাটেনি। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই নতুন করে ফের আতঙ্ক ছড়াল একদা মাওবাদী উপদ্রুত এই এলাকায়।