যাবতীয় জল্পনার অবসান। বিজেপিতেই যোগ দিলেন ভাটপাড়ার তৃণমূল বিধায়ক অর্জুন সিংহ। বেশ কিছু দিন ধরেই তিনি বিজেপিতে যোগ দিতে পারেন বলে জল্পনা চলছিল। শেষে বৃহস্পতিবার মুকুল রায় ও কৈলাস বিজয়বর্গীয়ের উপস্থিতি দিল্লিতে সাংবাদিক বৈঠক করে বিজেপিতে যোগ দেন অর্জুন সিংহ।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ব্যারাকপুর কেন্দ্রে লোকসভা প্রার্থী নির্বাচনকে ঘিরে দলের সঙ্গে দূরত্ব বাড়ছিল অর্জুন সিংহয়ের। তিনি নিজেই ব্যারাকপুরের প্রার্থী হতে চেয়েছিলেন। কিন্তু দল চেয়েছিল ব্যারাকপুরের সাংসদ দীনেশ ত্রিবেদীকেই ফের সেই কেন্দ্রে প্রার্থী করতে।
মঙ্গলবার তৃণমূলের প্রার্থী হিসাবে দীনেশ ত্রিবেদীর নাম ঘোষণা করা হয়। এর পরেই বৃহস্পতিবার দিল্লিতে বিজেপিতে যোগ দেন অর্জুন সিংহ।
দিন কয়েক আগেই বিধায়ক দুলাল বর ও খগেন মুর্মু বিজেপিতে যোগ দিয়েছিলেন। তার পরেই অর্জুন সিংহ যোগ দিলেন বিজেপিতে।