বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সকালে লেক কালীবাড়ির এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে তাঁর গাড়ি।
জানা গিয়েছে, রাস্তা দিয়ে যাওয়ার সময়ে একটি ট্যাক্সি সামনে থেকে এসে ধাক্কা মারে সাংসদের গাড়িতে। এর পরেই সাংসদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি রেলিং-এ গিয়ে ধাক্কা মারে। গুরুতর আহত অবস্থায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ইসিজি ও এক্সরে করা হয় তাঁর।
দেখুন ভিডিও—
অটোচালককে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়। আপাতত কল্যাণ বন্দ্যোপাধ্যায় সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে। দুর্ঘটনার পরে বেশ কিছুক্ষণের জন্য ওই রাস্তায় সৃষ্টি হয় যানজট। পরে পুলিশের হস্তক্ষেপে স্বাভাবিক হয় যান চলাচল।