রবিবার সকাল থেকেই আকাশের মুখ ভার। মেঘলা ছুটির দিনে মাঝে মাঝেই কয়েক পশলা বৃষ্টি উপভোগ করেছে রাজ্যবাসী। তাপমাত্রা বেশ খানিকটা কমে যাওয়ার ফলে মিলেছে স্বস্তি। আপাতত ঝমঝমিয়ে বৃষ্টির অপেক্ষায় বাংলার মানুষ। এই নিয়ে সুখবর দিল হাওয়া অফিস।
আগামী ৪৮ ঘণ্টায় মৌসুমী বায়ু আরও সক্রিয় হবে বলে জানা গিয়েছে। ফলে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে সব জায়গায় ভারী বৃষ্টি হবে।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দুই পরগনা, বাঁকুড়া, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূমে ভারী বৃষ্টি হবে।
কলকাতায় মেঘলা আকাশ থাকবে। চলবে বিক্ষিপ্ত বৃষ্টি। পাশাপাশি উত্তরবঙ্গের ৫টি জেলায় ভারী বৃষ্টি হবে।
সমুদ্রে যাওয়ার ব্যাপারে মৎস্যজীবীদের সাবধান করে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, ৩৫ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া চলবে। তাই এই সতর্কতা জারি করা হয়েছে।