একদিকে গোটা কলকাতা যখন বড়দিনে কেক উৎসবে মেতেছে তখনই কলকাতার এক প্রান্তে ব্রিজের মাথায় উঠে দমকলবাহিনীকে কার্যত নাকানি-চোবানি খাওয়াল এক মহিলা। তাঁকে বাগে আনতে গিয়ে রীতিমতো বেগ পেতে হল দমকলবাহিনীকে। ঘটনাটি ঘটেছে বেহালা পাঠকপাড়ায়।
স্থানীয় সূত্রের খবর, জোকা বিবাদী বাগ মেট্রো প্রকল্পের জন্য তৈরি করা ব্রিজে একটি লোহার সিঁড়ি লাগান ছিল। ওই সিঁড়ি দিয়েই ওঠা-নামা করতেন শ্রমিকরা। রবিবার সকালে, সকলের চোখ এড়িয়ে, স্থানীয় এক মহিলা ওই সিঁড়ি বেয়েই ব্রিজের ওপরে উঠে পড়ে এবং নাচানাচি শুরু করে। ওই মহিলা মানসিক ভারসাম্যহীন বলে দাবি করেছেন এলাকাবাসী। সঙ্গে সঙ্গে পুলিশ ও দমকলবাহিনীকে খবর দেয় স্থানীয় মানুষজন।
আরও পড়ুন
অষ্টমঙ্গলার পর বোনকে ফিরতে দেবেন না শ্বশুরবাড়িতে, ভেবেছিলেন দাদা
নারী নির্যাতন কল্প-ক্ষমতায়ন, সুবর্ণলতাও ‘সাধারণ মেয়ে’!
ঘটনাস্থলে পৌঁছে মহিলার সঙ্গে কথা বলার চেষ্টা করেন দমকল আধিকারিকরা। বিরিয়ানি, সিগারেট, বিস্কুট খাইয়ে ওই মহিলাকে নামানোর চেষ্টাও করা হয়। শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ব্রিজের উপর খাতা-বই-পেন নিয়ে পড়াশোনা করছেন মহিলা। দমকল আধিকারিকেরা জানিয়েছেন, ওই ব্রিজটিতে জায়গা কম থাকায় সতর্কভাবে কাজ করতে হচ্ছে। একটু ভুল হলেই বিপদ ঘটতে পারে। তাই ওই মহিলাকে বুঝিয়ে শুনিয়ে নীচে নামানোর চেষ্টা চালাচ্ছেন তাঁরা।
ঘটনার জেরে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে ওই এলাকায়। বহু মানুষ মোবাইল ক্যামেরায় ভিডিও করতে শুরু করেছেন ওই মহিলার কার্যকলাপ। যানজটের জেরে বন্ধ করে দেওয়া হয়েছে শহরে ঢোকার রাস্তা। ভিড় বাড়তে থাকায় তীব্র বিশৃঙ্খল সৃষ্টি হয়েছে এলাকায়।
ভিডিও ১
ভিডিও ২
ভিডিও ৩