খিদিরপুরে রবিবার রাতে ট্রেলার উল্টে মৃত্যু হল এক ব্যক্তির। আহত হয়েছেন অন্তত আটজন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
স্থানীয় সূত্রের খবর, বেপরোয়া গতিতে আসা একটি ট্রেলার এদিন রাত ৯টা নাগাদ খিদিরপুর এলাকার ফ্যান্সি মার্কেটের সামনে উল্টে যায়। পাশে থাকা দু’টি গাড়ি চাপা পড়ে ট্রেলারটির নীচে। পারভেজ নামে এক প্রত্যক্ষদর্শী যুবক জানিয়েছেন, ফ্যান্সি মার্কেটের কাছে একটি সিগন্যালে আচমকাই ব্রেক কষে দাঁড়িয়ে যায় একটি ট্যাক্সি। পিছন থেকে সেটিকে ধাক্কা মারে একটি লরি। এরপর লরিটিকে বাঁচাতে গিয়ে ব্রেক কষা মাত্রই বেসামাল হয়ে ট্রেলারটি পাশের দু’টি গাড়ির উপরে উল্টে যায়। পারভেজ বলেন, ‘‘ট্রেলারটির নীচে চাপা পড়ে থাকা গাড়ি দু’টির আরোহীদের বার করতে রীতিমতো বেগ পেতে হয়েছে পুলিশকে।’’ খবর পেয়ে দুর্ঘটনাস্থলে যান মন্ত্রী ফিরহাদ হাকিম।
এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২৮ বছর বয়সী এক যুবকের। দুর্ঘটনার পরেই ট্রেলারটিকে সরানোর জন্য পাঁচটি ক্রেন আনা হলেও সেটিকে সরানো যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত গভীর রাতে পোর্ট ট্রাস্টের একটি বিশেষ ধরনের ক্রেন এনে ট্রেলারটিকে সরানোর ব্যবস্থা করা হচ্ছে। চাপা পড়া দু’টি গাড়ির একটিকে সরানো গিয়েছে। ওই গাড়ির আহত যাত্রীদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অন্য গাড়িটিকে সরানোর চেষ্টা চলছে।
এদিন এই ঘটনার পরেই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দাদের ভিড় জমে যায়। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকাবাসী। বাসিন্দাদের অভিযোগ, রাতের দিকে অত্যন্ত দ্রুতগতিতে গাড়ি চলাচলের জন্যই প্রায় প্রতিদিনই দুর্ঘটনা লেগে থাকে। পুলিশকে জানিয়েও কোনও লাভ হয় না বলেই তাঁদের অভিযোগ। খবর পেয়ে সেখানে পৌঁছে যায় ওয়াটগঞ্জ থানার পুলিশ। কিন্তু উত্তেজনা ক্রমশ বাড়তে থাকায় আশপাশের একাধিক থানা থেকে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে যায়।