পূর্ব বর্ধমানে আজব কাণ্ড। শিরিষ গাছে আগুন লেগে কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা। সেই দৃশ্য দেখে হতভম্ব হয়ে যান পথচলতি মানুষ থেকে এলাকার বাসিন্দারা।
শুক্রবার সকালে আচমকাই পূর্ব বর্ধমানের বড়শুলের বাজেশালেপুর এলাকার একটি শিরিষ গাছে আগুন লাগে। শিরিষ গাছটির উচ্চতা প্রায় ৬০ ফুট। আগুন লাগার ফলে ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। ফলে আতঙ্কিত হয়ে যান এলাকার বাসিন্দারা।
দেখুন সেই ভিডিও—
পরে দমকলের চেষ্টায় আগুন নেবানো হয়। তবে গাছটির বেশিরভাগ অংশ পুড়ে যাওয়ায় যে কোনও মুহূর্তের ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
তবে আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। এলাকার বাসিন্দাদের ধারণা, প্রচণ্ড দাবদাহের ফলে শুকনো ডালে ডালে ঘর্ষণের জেরেই আগুন ধরে গিয়েছে। আবার গাছটিতে ইচ্ছাকৃত ভাবে আগুন ধরিয়ে দেওয়াও হতে পারে । আগুন লাগার কারণ খতিয়ে দেখছে দমকল।
এই বিষয়ে স্থানীয় পঞ্চায়েত প্রধান রমেশ চন্দ্র সরকার জানান, গাছ যে জায়গাটিতে রয়েছে, সেখানে মানুষের যাতায়াত কম। ফলে বড় বিপত্তি এড়ানো গিয়েছে। গাছটিকে কিভাবে বাঁচানো যায় সে ব্যাপারে বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ নেওয়া হবে।