নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে ভারতের সিপিআইএমের পার্টি অফিসে কোনও পতাকা উত্তোলন না হওয়ায়, বজবজ টাউন এবং যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেই পার্টি অফিসের সামনে পতাকা উত্তোলন করা হলো।
প্রসঙ্গত উল্লেখ্য, এই পার্টি অফিস উদ্বোধন করেছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। নাম রেখেছিলেন ‘বঙ্কিম ভবন’। যে সময়ে তৃণমূল কর্মী সমর্থকরা ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দীপক ঘোষ এবং যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কৌশিক রায়ের নেতৃত্বে পতাকা উত্তোলন করতে গিয়েছিলেন সেই সময়ে সিপিএম কর্মী-সমর্থকরা পার্টি অফিসের ভেতরেই বসেছিলেন।
তৃণমূলের দলীয় সমর্থকরা সাংবাদিকদের জানান, যদি বামফ্রন্টের তরফ থেকে পতাকা উত্তোলিত না হয় তবে তৃণমূল কংগ্রেসই দায়িত্ব নিয়ে এই বঙ্কিম ভবনের সামনে পতাকা উত্তোলন করবে। তবে এদিন ভারতীয় পতাকার পাশাপাশি দলীয় পতাকা উত্তোলন করেননি তৃণমূল সমর্থকরা।