বিদেশে হিন্দি ছবির শ্যুটিংয়ে যাবার জন্য পাসপোর্ট ফেরত চেয়ে আদালতে আবেদন করেছিলেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। কিন্তু আর্থিক কারণে ছবির নির্মাতা সংস্থা দেশেই ছবির শ্যুটিং করার সিদ্ধান্ত নেওয়ায় বিক্রমের পাসপোর্ট থেকে যাচ্ছে আদালতেই।
মঙ্গলবার বিক্রমের আবেদনের শুনানি ছিল আলিপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রদীপ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। এদিন আদালতে পুলিশ জানায়, তারা চিঠিটি খতিয়ে দেখেছে। ছবির নির্মাতারা তাদের জানিয়েছেন, শ্যুটিংয়ের জন্য বিদেশ যাওয়ার পরিকল্পনা থাকলেও আর্থিক কারণে তা বাতিল করতে হয়েছে। ছবিটির শ্যুটিং হবে দেশেই।
গত বছরের ২৯ এপ্রিল লেক মলের কাছে গাড়ি দুর্ঘটনায় মডেল সনিকা সিংহ চৌহানের মৃত্যু সংক্রান্ত মামলায় জামিনের শর্ত হিসাবে গত জুলাই থেকে বিক্রমের পাসপোর্ট আদালতে জমা রয়েছে। গত মাসের দ্বিতীয় সপ্তাহে আলিপুর দায়রা আদালতে বিক্রমের আইনজীবী অভিনেতার পাসপোর্ট সাময়িক সময়ের জন্য ফেরত দেওয়ার আবেদন করেছিলেন। তিনি আদালকে জানান, তাঁর মক্কেল মুম্বইয়ের একটি প্রোডাকশন হাউস থেকে একটি হিন্দি ছবিতে অভিনয়ের অফার পেয়েছেন। ছবির শ্যুটিং করতে ছ’সপ্তাহের জন্য বিক্রমকে ইংল্যান্ড যেতে হবে। শ্যুটিং থেকে ফেরার পর তিনি পাসপোর্ট আদালতে জমা দেবেন। ওই ছবিতে অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করার কথা বিক্রমের।
অভিনেতার আইনজীবী অনির্বাণ গুহঠাকুরতা জানান, তাঁদের আবেদন মঞ্জুর করেছিল আদালত। বিদেশ থেকে ফিরে বিক্রম তাঁর পাশপোর্টটি আদালতে জমা দেবেন, এই শর্তেই সেটি অভিনেতাকে ফেরত দেওয়া হবে বলে জানিয়েছিল আদালত। পাশাপাশি, বিক্রমকে ওই প্রোডাকশন হাউস যে চিঠিটি পাঠিয়েছিল, সেটি খতিয়ে দেখার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছিল আদালত। অনির্বাণ এদিন আদালতে জানান, ছবির নির্মাতা তাঁদের ওই বিষয়ে এখনও নির্দিষ্ট করে কিছু জানাননি।