উত্তর বঙ্গোপসাগরের উপর ঘূর্ণাবর্ত এবং মৌসুমী বায়ুর সক্রিয়তা। আপাতত এই দুইয়ের জেরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আগামী ৪৮ ঘণ্টা বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বুধবার দিনভর কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
তবে মৌসুমী বায়ুর জেরে বর্ষার শুরুতেই অশনি সংকেত দেখছেন বেহালার শীলপাড়ার বাসিন্দারা। প্রত্যেক বছরের মতো এবছরেও বর্ষার সময়ে শীলপাড়ার চিত্রটা বদলায়নি। জলের তলায় রাস্তাঘাট। এলাকার প্রায় ৫০০-৬০০ বাড়িতে জল ঢুকে গিয়েছে। বিস্তীর্ণ এলাকা কার্যত জলের তলায়। ফলে প্রবল সমস্যায় পড়েছেন এলাকার বাসিন্দারা।
দেখুন ভিডিও—
শীলপাড়ার বাসিন্দাদের কেউ কেউ বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। আবার কয়েকজন বাড়ির বিছানাতেই বসে সমস্ত কাজ চালাচ্ছেন। বাসিন্দাদের অভিযোগ, প্রত্যেক বছর বর্ষা এলেই এলাকার এমন হাল হয়। স্থানীয় কাউন্সিলরকে বলেও কোনও সুরাহা হয়নি। প্রত্যেক বছরেই জলের লাইন ঠিক হয়ে যাবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়। কিন্তু তাতে কাজের কাজ কিছুই হয় না বলে অভিযোগ এলাকার বাসিন্দাদের।
এই প্রসঙ্গে স্থানীয় কাউন্সিলর জানান, জলের লাইনের কাজ চলছে। সামনের বছর থেকে আর জল জমবে না।
স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, আগামী ২-৩ দিন ধরে যদি এরকম ভাবে বৃষ্টি হতে থাকে, তাহলে পরিস্থিতি আরও ভয়ানক হয়ে উঠবে।
অন্যদিকে উত্তরবঙ্গে টানা বৃষ্টি চলবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি, উপকূলবর্তী জেলাগুলিতে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে।