টানা ৮ দিন উজ্জ্বল সূর্যের দেখা নেই দক্ষিণবঙ্গে। মেঘের আড়ালেই রয়ে গিয়েছে সূর্যের মুখ। টানা বৃষ্টিতে নাজেহাল কলকাতা সহ রাজ্যের অন্য জেলাগুলি। এই অবস্থায় আবহাওয়া দফতর জানিয়ে দিল, আগামী ৪৮ ঘণ্টাতেও উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে বৃষ্টির অত্যাচার জারি থাকবে। তবে এর পাশাপাশি সুখবরও দিচ্ছে তারা। জানিয়ে দিচ্ছে, ৩ তারিখের পরে সম্ভবত আবহাওয়ার উন্নতি হবে।
হাওয়া অফিস জানাচ্ছে, গতকাল পূর্ব উত্তরপ্রদেশের উপরে যে নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছিল, সেটি এখনও একই অবস্থানে রয়েছে। মৌসুমী অক্ষরেখা এই নিম্নচাপের কেন্দ্র থেকে পাটনা, শ্রীনিকেতন, মুর্শিদাবাদ হয়ে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত। সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘূর্ণাবর্তটি বাংলাদেশ সংলগ্ন পশ্চিমবঙ্গের উপরে বিরাজ করছে। যার প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে। বেশি বৃষ্টি হবে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে।
কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে চলবে বিক্ষিপ্ত বৃষ্টি। ৩ তারিখের পর থেকে বৃষ্টির পরিমাণ কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস।