দিনভর গরমের দাপটে নাজেহাল হয়ে উঠছিলেন রাজ্যবাসী। মাঝেমধ্যে দেখা মিলছে বটে কালবৈশাখীর, তবুও অস্বস্তি কমার নাম নেই। এই অবস্থায় প্রতীক্ষা শুরু হয়েছিল বৃষ্টির। অবশেষে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে শুরু হয়েছে প্রাক-বর্ষার বৃষ্টি। এদিকে শুক্রবারই মিজোরাম-মণিপুরে ঢুকেছে বর্ষা।
আবহাওয়া দফতর জানিয়েছে আজ দিনভর বৃষ্টি হবে দক্ষিণবঙ্গ জুড়ে। ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। তার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। কলকাতা, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, পূর্ব মেদিনীপুর অর্থাৎ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে প্রবল বর্ষণের সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।
শুক্রবার সারাদিন বৃষ্টি চললেও কাল থেকে বৃষ্টির পরিমাণ কমবে বলে জানানো হয়েছে। তবে পরিমাণ কমলেও কাল সারাদিনই বৃষ্টি হবে বলে জানানো হয়েছে।
তবে বৃষ্টির ফলে রাজ্যবাসীর অস্বস্তি পুরোপুরি দূর হওয়ার সম্ভাবনা নেই। বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের ফলে অস্বস্তি বজায় থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।