শুক্রবার রাতে গড়ফার রেনিয়া এলাকা থেকে উদ্ধার হয় এক বৃদ্ধার অগ্নিদগ্ধ মৃতদেহ। ঘটনাস্থল থেকে অগ্নিদগ্ধ অবস্থায় তাঁর স্বামীকে উদ্ধার করা হয়। আশঙ্কাজনক অবস্থায় সমীর রায় চৌধুরী নামে ওই বৃদ্ধ হাসপাতালে চিকিৎসাধীন।
মৃত বৃদ্ধার নাম রেনুকা চৌধুরী। সমীরবাবু ও রেনুকার ছেলে পুনেতে কর্মরত। ফলে বাড়িতে দু’জনই থাকতেন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মাঝে মধ্যে অশান্তিতে জড়াতেন ওই বৃদ্ধ ও বৃদ্ধা।
শুক্রবার গভীর রাতে প্রবল চিৎকার করতে শোনা যায় সমীরবাবুকে। এর পরেই স্থানীয়রা দেখেন ওই বাড়ি থেকে ধোঁয়া বের হচ্ছে। এলাকাবাসীদের দাবি, রেনুকাদেবী নিজের গায়ে আগুন লাগিয়ে তাঁর স্বামীকে জড়িয়ে ধরেন। কিন্তু স্থানীয়দের তৎপরতায় আগুন নেবানো সম্ভব হলেও রেনুকাদেবীকে বাঁচানো যায়নি। সমীরবাবুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়।
স্থানীয়দের অনুমান, মানসিক অবসাদের জেরেই রেনুকাদেবী এমন কাণ্ড ঘটিয়েছেন। ঘটনার তদন্ত শুরু করেছে গড়ফা থানার পুলিশ।