প্রেমিকার ডাকে সাড়া দিতে গিয়ে চরম পরিণতি হল যুবকের। বৃহস্পতিবার রাতে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের নওদা থানার রাজপুর গ্রামে। প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে তাঁর পরিবারের সদস্যদের হাতে নিহত হলেন বছর পঁচিশের ওই যুবক। মৃত যুবকের নাম রাইহান মণ্ডল।
জানা গিয়েছে, আমতলা কলেজের প্রথম বর্ষের এক ছাত্রীর সঙ্গে প্রায় তিন বছর প্রেমের সম্পর্ক ছিল রাইহানের। মৃত যুবকের পরিবারের দাবি, রাজপুর গ্রামের বাসিন্দা ওই যুবতী ওইদিন ফোন করে রাইহানকে ডাকেন। তিনি দেখা করতে গেলে যুবতীর অভিভাবকরা বিষয়টি জানতে পারে।
অভিযোগ, তখনই তারা রাইহানকে ঘিরে ধরে মারতে শুরু করে। মাথায় লোহার রড দিয়ে মারার ফলেই মৃত্যু হয় ওই যুবকের। রাইহান নওদার সোনাটিকুরির বাসিন্দা।
ঘটনার পর বিষয়টি ধামাচাপা দিতে যুবতীর বাড়ির লোকজন গল্প ফাঁদে বলেও অভিযোগ। তারা দাবি করে, চারজন চোর চুরি করতে এসেছিল। সে সময়ে এক গৃহবধূর চিৎকারে স্থানীয় বাসিন্দারা বেরিয়ে এলে অসলে তিনজন পালিয়ে গেলেও রাইহান ধরা পড়ে যান। গণপ্রহারে গুরুতর জখম হন তিনি। তাঁকে আমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ে তাঁর মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়।
দেখুন ভিডিও
যদিও যুবতীর পরিবারের এই যুক্তি মানতে রাজি নয়। তাঁদের অভিযোগ, রাইহানকে গাছে বেঁধে রেখে মারধর করা হয়। পুলিশ আসার আগে মৃতপ্রায় অবস্থায় তাঁকে ছাড়া হয়। রাইহানের পরিবারের দাবি, ওই যুবতীর পরিবার কোনওদিনই দু’জনের সম্পর্ক মেনে নেয়নি। মাঝে বেশ কিছুদিন দু’জনের সম্পর্কও ছিল না। কিন্তু ওই যুবতী রাইহানের সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখতে আগ্রহী ছিলেন। সে কারণেই তাঁর বাড়িতে গিয়েছিল ওই যুবক।
মৃত যুবকের পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রেমিকার বাবাকে গ্রেফতার করেছে নওদা থানার পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।