প্রতিদিন সকালে উঠে ইন্টারনেটে নিজের সানসাইন অনুযায়ী ফোরকাস্ট দেখেন? ভারতীয় বৈদিক জ্যোতিষের রাশি আর পাশ্চাত্য জ্যোতিষের সানসাইন জোডিয়াক সম্পূর্ণ আলাদা। কিন্তু দু’টি তত্ত্ব অনুযায়ীই ১২টি রাশি রয়েছে এবং প্রত্যেকটি রাশি যে নক্ষত্রমণ্ডলগুলিকে নির্দিষ্ট করে, সেগুলোও দু’টি তত্ত্ব অনুযায়ী একই। পার্থক্যটা হল এই যে পাশ্চাত্য জ্যোতিষে ইংরেজি জন্মতারিখ অনুযায়ী রাশি নির্ধারণ করা হয় আর বৈদিক জ্যোতিষে জন্মমুহূর্তে নক্ষত্রের অবস্থান ইত্যাদি বিচার করে রাশি নির্দিষ্ট করা হয়। তাই জন্মদিন অনুযায়ী যার জোডিয়াক মীন বা পাইসেস, বৈদিক জ্যোতিষ অনুযায়ী তার রাশি হতেই পারে কন্যা বা ভারগো।
সেই পাশ্চাত্য জোডিয়াক নিয়েই বিতর্ক বেধেছে। সম্প্রতি নাসা একটি রিপোর্ট প্রকাশ করেছে এবং সেখানে বলা হয়েছে যে পাল্টে গিয়েছে পৃথিবীর অক্ষ। সেই অনুযায়ী পাল্টে গিয়েছে রাশি-নক্ষত্রমণ্ডলগুলির অবস্থান। শুধু তাই নয়, ১২টি নয়, ১৩টি নক্ষত্রমণ্ডলের কথাও জানিয়েছে নাসা। একটি বিদেশি সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে জন্মতারিখ অনুযায়ী নতুন রাশির তালিকা—
১. কেপ্রিকর্ন— ২০ জানুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি
২. অ্যাকোয়ারিয়াস— ১৬ ফেব্রুয়ারি থেকে ১১ মার্চ
৩. পাইসেস— ১১ মার্চ থেকে ১৮ এপ্রিল
৪. এরিস— ১৮ এপ্রিল থেকে ১৩ মে
৫. তরাস— ১৩ মে থেকে ২১ জুন
৬. জেমিনাই— ২১ জুন থেকে ২০ জুলাই
৭. ক্যানসার— ২০ জুলাই থেকে ১০ অগস্ট
৮. লিও— ১০ অগস্ট থেকে ১৬ সেপ্টেম্বর
৯. ভারগো— ১৬ সেপ্টেম্বর থেকে ৩০ অক্টোবর
১০. লিব্রা— ৩০ অক্টোবর থেকে ২৩ নভেম্বর
১১. স্করপিও— ২৩ নভেম্বর থেকে ২৯ নভেম্বর
১২. অফিউচুস— ২৯ নভেম্বর থেকে ১৭ ডিসেম্বর
১৩. স্যাজিটেরিয়াস— ১৭ ডিসেম্বর থেকে ২০ জানুয়ারি
আরও পড়ুন
সৌরমণ্ডলে হঠাৎ জলের ফোয়ারা? কী বলছে নাসা?
বৃহস্পতির আশ্চর্য দৃশ্য! দেখুন ভিডিও
অর্থাৎ প্রত্যেকটি রাশির জন্য যে জন্মতারিখ ব্র্যাকেট নির্দিষ্ট ছিল সেগুলিতে বেশ ভালরকম রদবদল ঘটেছে। টাইম ম্যাগাজিনের একটি প্রতিবেদন অনুযায়ী, নতুন রাশির এই ক্রমতালিকা তৈরি করেছে একটি বিশেষ অ্যাস্ট্রোনমি (জ্যোতির্বিদ্যা) সোসাইটি। অনেকেই এই তালিকাটিকে নাসা প্রকাশিত তালিকা বলে ভুল করছেন। নাসা এই বিষয়ে স্পষ্ট জানিয়েছে, যে তারা জ্যোতির্বিদ্যা চর্চা করে, জ্যোতিষ নয়। পৃথিবীর পরিবর্তিত অক্ষের সাপেক্ষে তারা কিছু গাণিতিক হিসেব-নিকেশ করেছে মাত্র এবং সেখানেই তারা অফিউচুস নক্ষত্রমণ্ডলের কথা বলেছে।
কিন্তু কোথা থেকে এল এই নতুন রাশি বা নক্ষত্রমণ্ডল অফিউচুস? নাসার বক্তব্য, প্রথম থেকেই মহাকাশে ছিল এই কনস্টেলেশন। প্রাচীন ব্যাবিলোনিয়ানরা ১২টি রাশির ক্যালেন্ডার মেলাতে গিয়ে এই রাশিটিকে বাদই দিয়ে দেয়। অথচ ১২টি নয়, অফিউচুসকে নিয়ে মোট ১৩টি নক্ষত্রমণ্ডলেই সূর্যের আপাত চলন ঘটে। তবে কি এবার পাশ্চাত্য জ্যোতিষ পাল্টে যাবে? এখন থেকে সানসাইন ফোরকাস্ট ঘটবে ১৩টি রাশির? সেটা এখনও ঠিক স্পষ্ট নয়। তবে নাসার সাফ কথা— ‘‘আমরা কোনও জোডিয়াকে পরিবর্তন করিনি... আমরা শুধু অঙ্ক কষেছি।’’