চারপাশে ঘন জঙ্গল। আশেপাশে কোনও জলাশয়ও নেই। দূরে নদী থাকলেও সেখান থেকে এতদূর চলে আসার সম্ভাবনাও তেমন নেই। তবুও কী করে এত বড় একটা প্রাণী জল ছেড়ে জঙ্গলে চলে এল, তাই এখন ভাবাচ্ছে জীববিজ্ঞানীদের।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘এবিসি’-তে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, আমাজনের গভীর জঙ্গল থেকে সুবিশাল একটি তিমি মৃত অবস্থায় উদ্ধার হয়েছে। তিমিটি দৈর্ঘ্যে প্রায় ৩৬ ফুট। রবিবার সকালে আমাজনের জঙ্গলের ওই এলাকা থেকে প্রচুর শকুনকে উড়তে দেখা যায়। এর পরেই স্থানীয় প্রশাসনের আধিকারিকরা ওই এলাকায় যান। তার পরেই গোটা বিষয়টি প্রকাশ্যে আসে।
কী করে জল ছেড়ে, জঙ্গলের এত গভীরে তিমিটি চলে এল, তা-ই এখন সকলকে ভাবাচ্ছে। বিষয়টি খতিয়ে দেখতে ব্রাজিলের জীববিজ্ঞানীদের একটি দলও সেখানে পৌঁছেছে।
জীববিজ্ঞানীদের দাবি, এটি হাম্পব্যাক তিমি। অনুমান করা হচ্ছে, প্রাণীটির বয়স প্রায় ১ বছর। যে এলাকা থেকে তিমিটি উদ্ধার হয়েছে, তার থেকে বেশ কিছুটা দূরেই রয়েছে আমাজন নদ।
প্রশাসনের অনুমান, জোয়ারের সময়ে তিমিটি জঙ্গলের অনেকটা ভিতরে চলে এসেছে হয়তো। কিন্তু পরে ফেরত যেতে পারেনি। কিন্তু ওই এলাকায় প্রশাসন বড় কোনও জোয়ারেরও খবর পায়নি বলেও জানা গিয়েছে। আপাতত এই প্রাণীটি কী করে জঙ্গলে মৃত অবস্থায় এল, তা নিয়েই ধন্দে রয়েছেন প্রত্যেকে।