রোবট এসে পরিষ্কার করছে নর্দমা। কখনও ভেবে দেখেন কি! অন্য কোথাও না, এবার এমনটাই ঘটতে চলেছে এ দেশে। কেরলে সম্প্রতি কয়েকজন যুবকের এমন কীর্তি আলোড়ন ফেলে দিয়েছে গোটা দেশে।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ‘জেনরোবোটিক্স’ নামে ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের দল সম্প্রতি কেরলে নতুন একটি উদ্যোগ নিয়েছে। ম্যানহোল, নর্দমা কিংবা জঞ্জাল পরিষ্কারে জন্য তাঁরা একটি রোবট বানিয়েছেন। কয়েকদিন আগে রোবটটিকে প্রকাশ্যে আনা হয়। ম্যানহোল কিংবা জঞ্জাল পরিষ্কার করতে গেলে সাফাইকর্মীদের অনেক সমস্যায় পড়তে হয়। তবে এই রোবট চালু হলে সমস্যা দূর হবে বলে আশা তাঁদের।
জঞ্জাল পরিষ্কার করবে রোবট।ছবি সৌজন্যে- জেনরোবোটিক্স
রোবটটির নাম দেওয়া হয়েছে ‘বান্দিকোট’। জানা গিয়েছে, রোবটটি ওজনে প্রায় ৮০ কেজি। রোবটটির মধ্যে পাইপ ও বালতি সংযোগ করা রয়েছে। পাশাপাশি একটি বেলচাও সংযোগ করা হয়েছে রোবটটিতে। রয়েছে ওয়াই ফাই ও ব্লুটুথ সিস্টেমও।
ওই যুবকদের দাবি, রোবটটি একসঙ্গে তিনজন শ্রমিকের কাজ করতে পারবে। যে কাজটি আগে তিনঘণ্টায় শেষ হতো, সেই কাজটি ৩০ মিনিটে শেষ করতে পারবে এই রোবটটি। সূত্রের খবর, ইতিমধ্যে কেরল সরকার ৫০টি রোবটের অর্ডার দিয়েছে।
তবে এসবের মধ্যেও প্রশ্ন উঠছে তিলোত্তমায় কি আদৌ এ রকম দৃশ্য দেখা যাবে। কলকাতা পুরসভা পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে নজর দিলেও, বেশির ভাগ জায়গায় অপরিষ্কার নর্দমা কিংবা জঞ্জাল পড়ে থাকতে দেখা যায়। যা পরিষ্কার করতে রীতিমতো কালঘাম ছুটে যায় সাফাইকর্মীদের। রোবট সিস্টেম চালু হলে সাফাইকর্মীদের দুর্দশার পাশাপাশি শহরও পরিচ্ছন্ন থাকবে বলে মনে করা হচ্ছে।