ইন্টারনেট ছাড়াই হোয়াট্সঅ্যাপ চালানো যাবে। এই বার্তা দিয়ে হালফিলে অনেকের মোবাইলেই মেসেজ ঢুকছে। যে লিঙ্ক আসছে, তাতে বলা হয়েছে, অন্তত ১৫জনকে ‘ইনভাইট’ করলে ইন্টারনেট ছাড়াই হোয়াট্সঅ্যাপ চালানো যাবে।
কিন্তু ভুলেও এই কাজ করবেন না। জানা গিয়েছে, একটি ভুয়ো ওয়েবসাইটের মাধ্যমে এই ধরনের মেসেজ আসে। এইভাবে কাউকে ‘ইনভাইট’ করলে এই ১৫জনের নাম লিঙ্ক-সহ চলে যাবে তিনটি র্যান্ডম গ্রুপের কাছে। এমনকী বন্ধুদের কাছে ‘ভেরিফায়েড’-গোত্রের মেসেজও চলে যাবে।
কিন্তু যিনি লিঙ্ক শেয়ার করেছেন, তিনি স্প্যামের গোলকধাঁধায় ধরা পড়ে যাবেন। অতএব, এই ধরনের মেসেজ থেকে সাবধান।