জাপানের মোটরকার মিউজিয়াম, যেখানে রয়েছে ৫০০রও বেশি বিভিন্ন মডেলের গাড়ি। বিশ্বের নানা জায়গা থেকে সংগৃহীত করা হয়েছে দামি মডেলের গাড়িগুলো। সেখানে রয়েছে রোলস রয়েস ও ফোর্ডেরও নানা মডেল।
কিন্তু, সম্প্রতি এই মিউজিয়াম নজর কেড়েছে অন্য এক দ্রষ্টব্যের জন্য। তা হলো ‘টয়লেট বোল’। ইতালি ও ফিনল্যান্ড-সহ বিশ্বের ১৫টি দেশ থেকে আনা হয়েছে সেই সব টয়লেট-গুলি। প্রসঙ্গত, প্রায় ২০ বছর ধরে সংগ্রহণ করা হয়েছে এই টয়লেটগুলো।
মিউজিয়ামে গিয়ে শুধু গাড়ি দেখেই ক্ষান্ত হন না দর্শকরা, অনেকেই সময় কাটান বাথরুমে গিয়ে। ব্যবহার না করলেও, শুধুমাত্র দেখা ও ছবি তোলার জন্যই তাঁরা এমন কাণ্ড ঘটান।
দেখুন টয়লেটের নানা ছবি—
প্রসঙ্গত, ১৯০০ থেকে ১৯৭০ সালের মধ্যে তৈরি হওয়া বিভিন্ন মডেলের গাড়ি রয়েছে মোটরকার মিউজিয়ামে। রয়েছে সেই রোলস রয়েসটিও, যেটিতে চড়ে প্রিন্সেস ডায়না ঘুরেছিলেন জাপানে গিয়ে।
মিউজিয়ামটি নির্মাণ করেছিলেন শোশো মেয়দা নামক স্থানীয় এক উদ্যোগপতি। মূলত নিজের গাড়ির কালেকশান রাখার জন্যই ১৯৭৮ সালে তিনি তৈরি করেছিলেন জাপানের সব থেকে পুরনো এই গাড়ি মিউজিয়াম।
রইল আরও একটি নমুনা—