সরাতে হবে পাক তারকাদের ছবি, ইডেনে সামনে বিজেপি-পুলিশ ধুন্ধুমার
নিজস্ব সংবাদদাতা, এবেলা.ইন | ২৩ ফেব্রুয়ারি, ২০১৯, ১৪:৫২:৪২ | শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি, ২০১৯, ১৪:৫৫:৪২
পুলওয়ামা কাণ্ডের প্রতিবাদে মুম্বইয়ের ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়া, মোহালি স্টেডিয়ামের মতো ইডেন গার্ডেন্স থেকেও সরাতে হবে ইমরান খান-সহ পাক তারকাদের ছবি। এই দাবিতে এ দিন ইডেনের সামনে বিক্ষোভ দেখালেন বিজেপি সমর্থকরা। ইডেনের দিকে মিছিল করে এগোতে গেলে তাঁদের আটকায় পুলিশ। দু’পক্ষে কিছুটা ধস্তাধস্তিও হয়। বেশ কয়েক জন বিজেপি সমর্থককে গ্রেফতার করে পুলিশ। তবে পাক তারকাদের ছবি সরানো হবে কি না, তা নিয়ে সিএবি-র সিদ্ধান্ত এখনও জানা যায়নি।