নিজস্ব সংবাদদাতা, নদিয়া, এবেলা.ইন | ২২ নভেম্বর, ২০১৮, ১৬:১৮:৫২ | শেষ আপডেট: ২২ নভেম্বর, ২০১৮, ১৬:১৭:৩০
এ বার সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল শাশুড়ি-বউমার তুমুল ধস্তাধস্তির ছবি! নদিয়ার শান্তিপুরের ঘটনা। ছবিতে বউমা রিঙ্কু ঘোষ ও শাশুড়ি শঙ্করী ঘোষের মধ্যে একটি চাদর নিয়ে টানাটানি স্পষ্ট। পারিবারিক বিবাদের কারণে নিয়মিত মারধর করা হয় বলে অভিযোগ শঙ্করী ঘোষের। সে কারণেই তিনি ঘরে সিসিটিভি ক্যামেরা লাগান। তবে মারধরের অভিযোগ মিথ্যে বলে দাবি বউমা রিঙ্কু ঘোষের। এই ঘটনায় দু’জনেই শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।