বারাসতের নামী মাল্টিপ্লেক্সে আগুন, ছড়াল আতঙ্ক! দেখুন সেই ভিডিও
নিজস্ব প্রতিবেদন, এবেলা.ইন | ১০ জুন, ২০১৮, ১২:৫০:২৯ | শেষ আপডেট: ১০ জুন, ২০১৮, ১২:৫০:১১
বারাসতে জয়া সিটি মলে আগুন লেগে আতঙ্ক ছড়াল এলাকায়। শনিবার সকালে মলের নিচের গোডাউন থেকে আগুন বের হতে দেখা যায়। আতঙ্ক ছড়িয়ে পড়েন মলের কর্মীদের মধ্যে। খবর দেওয়া হয় দমকলে। পরে দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। রবিবার ছুটির দিন হওয়ায় সকালের দিকে মলে তেমন ভিড় ছিল না। তবে আগুনের জেরে ঘন ধোঁয়া ছড়িয়ে পড়ে মলের আশেপাশে। তার ফলেই আগুন নেবাতে বেগ পেতে হয় দমকলকর্মীদের। বেসমেন্টের মধ্যে একটি মোমোর দোকান থেকেই আগুন ছড়িয়ে পড়ে বলে প্রাথমিক ভাবে দমকলের অনুমান।