জাহ্নবীর কোলে কুকুর ছানা, ‘ধড়ক’-এর প্রচারে নতুন খেলা শ্রীদেবী-কন্যার
সুচরিতা দে, এবেলা.ইন | ৪ জুলাই, ২০১৮, ১৮:২৯:৪৫ | শেষ আপডেট: ৪ জুলাই, ২০১৮, ১৮:২৯:১৮
পরিচালক শশাঙ্ক খৈতানের ছবি ‘ধড়ক’-এর প্রচারে এসে একটি ছোট্ট কুকুর ছানাকে পেয়ে খুব আদর করলেন ছবির নায়িকা জাহ্নবী। তাঁর সঙ্গে যোগ দিয়েছিলেন ছবির নায়ক ঈষাণ কট্টর। জাহ্নবীর আবদার ছিল, এই ছোট্ট কুকুর ছানার একটা নাম দিতে হবে। তিনি দর্শকদের কাছে একটা মিষ্টি নাম জানতে চেয়েছেন। দেখে নিন এক্সক্লুসিভ ভিডিওটি। ভিডিও সৌজন্যে ‘হাইপার পিআর’।