চোখের সামনে দুধ সাদা কাঞ্চনজঙ্ঘা! সাত সকালে অবাক উত্তর দিনাজপুরের বাসিন্দারা
নিজস্ব প্রতিবেদন, উত্তর দিনাজপুর, এবেলা.ইন | ১৬ নভেম্বর, ২০১৭, ১৬:১৪:৩১ | শেষ আপডেট: ১৭ নভেম্বর, ২০১৭, ১৪:২১:৪৯
দীর্ঘদিন পরে আবারও শুক্রবার উত্তর দিনাজপুর জেলার সকাল শুরু হল অপরূপা কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্যময় রূপ দেখে। উত্তরের আকাশে কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়ে আপ্লুত বাসিন্দারা। শুক্রবার উত্তর দিনাজপুর
জেলার ইসলামপুর শহরের সব এলাকা থেকেই আজ উত্তরের আকাশে দেখা গেল বিশ্বের তৃতীয় উচ্চতম শৃঙ্গকে।
বিরল এই দৃশ্যের সাক্ষী হতে শহর জুড়েই স্কুল, কলেজ, অফিস থেকে মানুষ নিজের কাজ ফেলে রাস্তায় এসে ভিড় জমিয়েছিলেন। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের জেলার কর্তা অঞ্জন চৌধুরী জানিয়েছেন, “দেশের রাজধানীতে যখন দূষনের জন্য দৃশ্যমানতা কমে গিয়েছে,
সেইসময় এই জেলার দূষণের মাত্রা যে অনেক কম রয়েছে, তার বড় প্রমাণ পাওয়া গেল। এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে জেলার বাসিন্দাদের সকলেরই দায়িত্ব এই দূষণমুক্ত পরিবেশ বজায় রাখা।’’