লোকালয়ে চিতা, ধরতে হিমশিম খেল মানুষ, ছয় ঘন্টার তাণ্ডবের পরে দিল ধরা
নিজস্ব প্রতিবেদন, এবেলা.ইন | ৯ ফেব্রুয়ারি, ২০১৯, ১৮:৪৬:২২ | শেষ আপডেট: ৯ ফেব্রুয়ারি, ২০১৯, ১৮:৪৪:২২
জলন্ধরের রাস্তায় হঠাৎই ঢুকে পড়ে একটি চিতাবাঘ। মুহূর্তের মধ্যে গোটা এলাকার মানুষ ভিড় করে ঘিরে ফেলে ওই অঞ্চল। চিতাবাঘটিকে দেখার জন্যই ভিড় জমান উৎসাহীরা। কিন্তু এতে হিতে বিপরীতই হয়। পালাবার পথ না পেয়ে পাগলের মত ছুটতে থাকে চিতা। তার পালাবার রাস্তায় যাঁরা পড়লেন, তাঁদের মধ্যে আহতও হলেন কেউ কেউ। এর পরেই চিতাবাঘের তাণ্ডবে তটস্থ হয়ে ওঠে এলাকা। চার জনকে জখন করে, প্রায় ছ'ঘন্টা পরে ধরা পড়ে চিতাটি।