বিস্ফোরক অভিষেক! ভাগাড়ের মাংসের সঙ্গে কার তুলনা করলেন যুব নেতা
নিজস্ব প্রতিবেদন, এবেলা.ইন | ৫ মে, ২০১৮, ১৯:১৩:৫০ | শেষ আপডেট: ৮ মে, ২০১৮, ১১:২৭:৪৮
অভিষেক দলের কর্মীদের জন্য নতুন স্লোগানও বেঁধে দেন। জনসভা থেকে তিনি বিজেপির নতুন নাম দেন। বলেন, ‘‘ভারতীয় জনতা পার্টি নয়। বিজেপি মানে ভাগাড় আর জঞ্জাল পার্টি। এটা আমাদের স্লোগান হবে।’’