‘সোয়েটার’এর উষ্ণতা নিয়ে আসছে কোন গল্প, দেখে নিন ভিডিও
সুচরিতা দে, এবেলা.ইন | ৮ মার্চ, ২০১৯, ১৪:৫৬:২৪ | শেষ আপডেট: ৮ মার্চ, ২০১৯, ১৪:৫৪:৯
‘সোয়টার’-কে কেন্দ্র করেই নতুন ধরনের একটি গল্প নিয়ে আসছেন পরিচালক শিলাদিত্য মৌলিক। ছবিতে মুখ্য চরিত্রে ঈশা সাহার সঙ্গে রয়েছেন শ্রীলেখা মিত্র, জুন মালিয়া, সিধু, খরাজ মুখোপাধ্যায়, ফারহান ইমরোজ, অনুরাধা মুখোপাধ্যায়, সৌরভ দাশের মতো শিল্পীরা। প্রযোজনার দায়িত্বে পিএএস এন্টারটেনমেন্টস্ এবং প্রমোদ ফিলমস্। দেখে নিন কলাকুশলীরা এই ছবি নিয়ে কী বলছেন।