এবার হাওড়াতেও হাতির হানা, কোথা থেকে এল, দেখুন ভিডিও
নিজস্ব সংবাদদাতা, হাওড়া, এবেলা.ইন | ১২ ফেব্রুয়ারি, ২০১৯, ১৫:১:৪৪ | শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি, ২০১৯, ১৪:৫৯:৪২
সাত সকালে হাওড়ার জগৎবল্লভপুরের মানিকপিরে হাতির আগমনে এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দেয়। আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা। তা সত্ত্বেও অনেকেই কাছ থেকে হাতি দর্শন করতে পেরে ভীষণ খুশি। ঘটনাস্থলে যান বন বিভাগের কর্মী ও হল্লা পার্টির সদস্যরা। হাতি দু’টিকে সরিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছেন বনকর্মীরা। সোমবার এই হাতি দু’টিকেই দেখা গিয়েছিল জয়পুর থানার উত্তর ভাটরাতে। সরিয়ে দেওয়া হয়েছিল পাশের জঙ্গলে। অনুমান, রাতেই হাতি দু’ টি আবারও নদী পেরিয়ে ঢুকে পড়ে জয়পুরে। গ্রামীণ হাওড়ায় হাতির খুব একটা দেখা পাওয়া যায় না। সম্ভবত মেদিনীপুরের জঙ্গল থেকে পথ হারিয়ে কিংবা দলছুট হয়ে রূপনারায়ণ নদ পেরিয়ে হাতি দু’টি ঢুকে পড়ে গ্রামীণ হাওড়ায়।