নিজস্ব প্রতিবেদন, এবেলা.ইন | ৪ ফেব্রুয়ারি, ২০১৯, ১৯:৮:৬ | শেষ আপডেট: ৪ ফেব্রুয়ারি, ২০১৯, ১৯:১২:৫৯
কাল রাত থেকেই সারা রাজ্যের চোখ মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ধরনা মঞ্চের দিকে। আজ সারা দিন ধরেই ধরনা মঞ্চ চাঁদের হাট। রাজ্যের মন্ত্রী, বিধায়ক, সাংসদরা তো বটেই, চলচ্চিত্র ও টেলি জগতের বহু তারকার দেখা মিলেছে এদিন। ছিলেন কবি জয় গোস্বামী ও সুবোধ সরকার। পাশাপাশি শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, শিবাজি বন্দ্যোপাধ্যায়ের মতো সঙ্গীত শিল্পীরাও হাজির ছিলেন। পাশেই পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশের যৌথ অলঙ্করণ সমারোহ মঞ্চে পুলিশ কর্মীদের পদক দান অনুষ্ঠান হয়। পাশাপাশি, অরবিন্দ কেজরীবালও মঞ্চে যোগ দিতে আসছেন বলে জানা গিয়েছে। মমতা জানিয়েছেন, রাজ্যের পুলিশের পাশে রয়েছেন তিনি।